সস্ত্রীক গোয়ালন্দ প্রেসক্লাবের সেক্রেটারি করোনায় আক্রান্ত
রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ (৪২) ও তার স্ত্রী সামিয়া ফারহানা লিপি (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (২০ জুন) রাত ৮টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন।
সাংবাদিক শামীম শেখ সাংবাদিকতা ছাড়াও দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক। তিনি গোয়ালন্দ পৌরসভার কলেজ পাড়া এলাকার বাসিন্দা।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, শনিবার ২৩ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গিয়েছে। এর মধ্যে ৪জনের পজিটিভ। সাংবাদিক শামীম শেখ ও তার স্ত্রী ছাড়াও অপর দু’জনের একজন হাসপাতালের স্টাফ ও আরেকজন সদর উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ৪২৫টা নমুনার মধ্যে এ নিয়ে ৩৫ জন করোনা পজিটিভ হলো।
সাংবাদিক শামীম শেখ বার্তা২৪.কম-কে জানান, তার স্ত্রী ঠান্ডা জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১৪ জুন তার দু’জনই পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগের কাছে নমুনা দেন। শনিবার পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। তার দুজনই বর্তমানে সুস্থ আছেন। নিজ বাড়িতে তারা আইসোলেশনে চিকিৎসাধীন থাকবেন।