নোয়াখালীতে নতুন আরো ৭৭ জনের করোনা শনাক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীতে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরো ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৯০৫। প্রাণহানি হয়েছে ৪২ জনের ও সুস্থ হয়েছেন ৮১৩ জন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় বিষয়টি জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ২৩ ও ২৪ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২৫ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে ৭৭ জনে করোনা পজিটিভ আসে।

জেলায় এখন পর্যন্ত ১০ হাজার ২২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ফলাফল এসেছে ৯ হাজার ২৮৬ জনের।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে ৩৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। আর ১ হাজার ১১ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে জানা গেছে।