বগুড়ায় সিভিল সার্জনসহ ৮৬ জনের করোনা শনাক্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তাসহ নতুন করে ৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বগুড়ার সিভিল সার্জন ডা. গাওসুল আজিম ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুসহ আক্রান্তদের মধ্যে পুরুষ- ৬১জন, নারী-২০জন, শিশু-৫জন।

গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৫ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৪৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫১ জন পজিটিভ।

বিজ্ঞাপন

উপজেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৪ জন, শেরপুরে ১০ জন, গাবতলীতে ৫ জন, সারিয়াকান্দিতে ৪ জন, ধুনটে ৪ জন, শাজাহানপুরে ৩ জন, শিবগঞ্জে ৩ জন, কাহালুতে ২ জন এবং দুপচাচিয়া একজন। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ২৬০২ জন। সুস্থ হয়েছেন ৩১৭ জন এবং মারা গেছেন ৪৩ জন।