২৭ দিনে খাল খনন করে আশকোনার জলাবদ্ধতার নিরসন



শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
খাল খনন করে আশকোনার জলাবদ্ধতার নিরসন

খাল খনন করে আশকোনার জলাবদ্ধতার নিরসন

  • Font increase
  • Font Decrease

রাজধানীর পূর্বাঞ্চলের দীর্ঘ দিনের জলাবদ্ধতার নিরসন হতে যাচ্ছে। বিশেষ করে হাজিক্যাম্প, মোল্লারটেক, প্রেমবাগান, আশকোনা, তালতলা, দক্ষিণ খান, আশিয়ান সিটি, কাওলা বাজার, বনরূপা হাউজিং এলাকায় একটু খানি বৃষ্টি হলেই তলিয়ে যেত। ওইসব এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে। ওই এলাকার বৃষ্টির পানি অপসারণে সম্পূর্ণ নতুনভাবে একটি খাল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সিভিল এভিয়েশনের জায়গায় নিজেদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এলাকার মানুষের জলাবদ্ধতা নিরসন করতে আগে কাজ পরে অর্থায়নের চিন্তা থেকেই এই কাজ করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসির উদ্যোগে এ খাল খনন করা হয়

গত ৩০ মে লা মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে সিভিল এভিয়েশনের জায়গায় এই খাল খনন কাজের উদ্বোধন করেন মেয়র। তখন বলেছিলেন মাত্র ২১ দিনের মধ্যে খাল খনন কাজ শেষ করে পানি প্রবাহ সৃষ্টি করা হবে। একদম সমতল জায়গায় নতুনভাবে এই খালটি খনন করা হয়েছে। প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার খাল খনন করতে সময় লেগেছে ২৭ দিন। নির্ধারিত সময়ের ৬ দিন বেশি লাগার মাঝে কয়েক দিনের অতি বৃষ্টি বলে জানিয়েছে ডিএনসিসির প্রকৌশল বিভাগ।

নির্ধারিত সময়ের মধ্যে খাল খনন নিয়ে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘মেয়রের ইচ্ছা ও দিক নির্দেশনা ছিল বলে সময়ের মধ্যে কাজ করা সম্ভব হয়েছে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেডের সহায়তায় আমরা ২৭ দিনের মধ্যে কাজ শেষ করতে পেরেছি। আমাদের টার্গেট দেওয়া ছিল ২১ দিন কিন্তু মাঝখানে অতি বৃষ্টির কারণে কাজ করতে একটু সমস্যা হয়।’

আশকোনা এলাকার বাসিন্দা আব্দুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে সমতল ভূমিতে এভাবে নতুন খাল খনন করা আগে দেখি নাই। এই খাল খনন করে ডিএনসিসি একটি উদাহরণ তৈরি করল। উদ্বোধনের পর মনে করেছিলাম সরকারি কাজ এই বছর শুরু করল কত বছরে শেষ হবে তার কোন হিসাব নাই। কিন্তু এবার দেখলাম সত্যি অন্যরকম। এই খাল খননের ফলে আমাদের এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধান হলো।’

খাল খনন উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি টাকা। তার অর্ধেকের কম টাকার মধ্যেই কাজ শেষ করা হয়েছে। মাটি উত্তোলন কাজে সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেডকে দিতে হয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া ডিএনসিসি’র এক্সাভেটর, পে-লোডার ব্যবহারে জ্বালানি খরচ এবং ডিএনসিসির অন্যান্য খরচ যোগ হবে। তাতেও নির্ধারিত ব্যয়ের কমেই খাল খনন কাজ শেষ হতে যাচ্ছে।

খালটি যেন পুনরায় ভরাট না হয়ে যায় তার জন্য প্রায় ৪ কিলোমিটার সাইকেল লেন করার পরিকল্পনা করছে ডিএনসিসি। শনিবার (২৭ জুন) বেলা ১১টায় খননকৃত খালের উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িল বিশ্বরোড থেকে আশকোনা হাজী ক্যাম্প পর্যন্ত ৪ কিলোমিটার সাইকেল লেন করার প্রস্তাব দেবে ডিএনসিসি। ওই এলাকায় মানুষের যাতায়াত বাড়বে এবং খালের স্রোতধারা বজায় থাকবে। খালপাড় যেন কেউ ভরাট করতে না পারে সেটিও নিশ্চিত হবে।

২৭ দিনে খাল খনন সম্পন্ন করা হয়

সিভিল এভিয়েশনের এই খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৮ কিলোমিটার। এর গভীরতা ২০ ফুট। ১:১ স্লোপে খালটি খনন করা হয়েছে। এতে সব সময় পানির প্রবাহ থাকবে। খাল খনন করতে প্রায় ২৭ হাজার কিউবিক মিটার মাটি ও অন্যান্য বর্জ্য উত্তোলন করা হয়।

   

রুমায় নিহত কেএনএফ সদস্যের মরদেহ হস্তান্তর



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নিহত হওয়া সন্ত্রাসী লাল রেম রুয়াত বমের মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত লাল রেম রুয়াত বম রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের সুংসংপাড়ার হেডম্যানের (মৌজাপ্রধান) ছেলে। তিনি বান্দরবান সরকারি কলেজে অনার্স পড়ুয়া ছাত্র ছিলেন।

রুমা থানার ওসি মুহাম্মদ শাহাজাহান বলেন, নিহত কেএনএফ সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সোমবার (২২ এপ্রিল) বিকেল চারটার দিকে রুমা উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে মুনলাইপাড়ার পাশের জঙ্গল থেকে তার মরদেহ পাওয়া যায়।

এর আগে, ওই এলাকায় অভিযানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলির ঘটনা ঘটে। মরদেহের সঙ্গে একটি একনলা বন্দুক ও ২৮টি কার্তুজের গুলি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

;

রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

  • Font increase
  • Font Decrease

রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ এজাজুল হক ঝাবু (২৮) নামের এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাত তিনটার দিকে গোদাগাড়ীর পদ্মাচর মাটিকাটা ক্যানেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা কলেজ মোড় ও তার সন্নিহিত এলাকার পদ্মা নদীসংলগ্ন কলাবাগানের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে তিনটার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এজাজুল হককে আটক করা হয়।

‘এসময় ঝাবুর ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ১৩টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা।’

অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত মো. মুনিরুল ইসলাম (৪০) টের পেয়ে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

আটককৃত এজাজুল হক যাবুর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা হয়েছে। হেরোইন উদ্ধারের এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

;

মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলী নিহত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলী নিহত

মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলী নিহত

  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জ পৌরশহরের বেউথা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মজিদ নামে এলজিইডির এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের এলজিইডি জেলা কার্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল মজিদ শিবালয় উপজেলার কাতরাশিন এলাকার মৃত হাশেম আলীর ছেলে। তিনি ঘিওর উপজেলা পরিষদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, সকালে আব্দুল মজিদ বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশা তার শহরের বাড়িতে ফিরছিলেন। জেলা এলজিইডি কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

;

নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণে সুপারিশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণে সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন। কমিটির সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), মো. আব্দুল আজিজ, শাহিদা তারেখ দীপ্তি, পারুল আক্তার, মোসা. তাহমিনা বেগম, মোহাম্মদ জিল্লুর রহমান, রেজিয়া ইসলাম এবং সাবেরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে একাদশ জাতীয় সংসদের ৪১তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহসহ গত বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি নারীর গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া, ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্যারাটে প্রশিক্ষণ কার্যক্রমটি বেগবান করতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিপিপি আরও বাস্তবসম্মত করা এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধের আইন সম্বলিত প্রচারণা বৃদ্ধির সুপারিশ করা হয়।

কমিটি ৭১ টিভিতে প্রচারিত কিশোর-কিশোরী ক্লাব সম্পর্কিত নেতিবাচক রিপোর্টটি তদন্তের মাধ্যমে ভুল প্রমাণিত হওয়ায় চ্যানেলটির সিইওকে চিঠি প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

;