বগুড়ায় কমতে শুরু করেছে করোনা সংক্রমণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় কমতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭১৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩০ জন এবং মারা গেছেন একজন।

রোববার (২৮ জুন) বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পাওয়া ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩২ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৮২টি নমুনা পরীক্ষার ফলাফলে ১২ জন পজিটিভ।

উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা বগুড়া সদরে ২৩ জন, শেরপুরে ৮ জন, শাজাহানপুরে ৪ জন, ধুনটে ৬ জন, আদমদীঘিতে ২ জন এবং দুপচাচিয়া একজন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকে। প্রতিদিন শতাধিক রোগী শনাক্ত হচ্ছিল। নমুনা পরীক্ষার হার না কমলেও গত তিন দিন ধরে রোগী শনাক্তের হার কমে আসে।