সুন্দরবনের আবারো জলদস্যু উৎপাত, বন্দুকযুদ্ধে নিহত ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রায় তিনদিনব্যাপি র‍্যাবের কম্বিং অপারেশনে ৫ জন জলদস্যুকে আটক করেছে র‍্যাব। এ সময় র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ে ঘটনায় নিহত হয়েছেন আরো ৩ জলদস্যু।

রোববার (২৭ জুন) খুলনা র‍্যাব ৬ কার্যালয় থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সুন্দরবনে এটি একটি নতুন জলদস্যু বাহিনী। বাহিনীর নাম বুলবুল বাহিনী। তাদের তৎপরতা শুরুর আগেই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সম্পর্কে জেনে ফেলি। গত তিনদিন ধরে র‍্যাবের ৭টি টিমের সমন্বয়ে অপারেশনে পাঁচজনকে আটক করতে সমর্থন হয়। আর বন্দুকযুদ্ধে আরো তিনজন নিহত হয়। অবশ্য এ সময় র‍্যাবের ২ সদস্য গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ২ জন ভিকটিমসহ ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ।

বিজ্ঞাপন