ঈদে বড় কোন অপরাধ সংঘটিত হয়নি: ডিএমপি কমিশনার
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, শুধু ঢাকা সিটিতে না, ঈদে সারাদেশে বড় কোন অপরাধ সংঘটিত হয়নি। আমরা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করতে পেরেছি।
রোববার (২৬ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র সদর দপ্তরে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে আগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে একথা বলেন ডিএমপি কমিশনার।
এই পুলিশ কমিশনার বলেন, ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল। ঈদের আগে নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাড়ি ফিরেছেন। আমরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। ফলে নগরবাসী নিরাপদে উৎসবমূখর পরিবেশে নিজ নিজ গন্তব্যে ঢাকা ছাড়তে পেরেছেন।
আমরা নিজেরা ঈদের ছুটিতে বাড়ি না গিয়ে সাধারণ মানুষের নামাজের নিরাপত্তা দিয়েছি। আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইন শৃংখলা রক্ষা করেছি। এর থেকে ভালো কাজ আর কি হতে পারে।
আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ঈদের ছুটিটা ছিল আমাদের কাছে চ্যালেঞ্জ। ঈদে অধিকাংশ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠান খালি থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি বেড়ে না যায় সেই জন্য থানা পুলিশের টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছিল।
সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন আন্দোলনে পুলিশের ভূমিকা এবং পবিত্র ঈদ-উল-আযহায় পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী ডিএমপিসহ বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন।
আমাদের দায়িত্বে কোথাও কোন ব্যত্যয় ঘটেনি। ভবিষতেও আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। পেশাদারিত্বের সাথে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সকলকে ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।