লঞ্চের ভেতরে যেতে পারেনি ডুবুরিরা, বাড়তে পারে মরদেহের সংখ্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

লঞ্চের ভেতরে প্রবেশ করতে পারেনি ডুবুরিরা

লঞ্চের ভেতরে প্রবেশ করতে পারেনি ডুবুরিরা

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটির ভেতরে এখনো প্রবেশ করতে পারেনি উদ্ধারকারী ডুবুরি দল। তারা বলছেন, নদীর তলদেশে লঞ্চটি উপুড় হয়ে আছে। যার কারণে প্রবেশ করা যাচ্ছে না। তবে ডুবুরিরা ধারণা করছেন লঞ্চটির ভেতর আরও মৃতদেহ রয়েছে। তা উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

বার্তা২৪.কম-কে বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিজ্ঞাপন

এদিকে জানা যায়, ডুবুরিরা দড়ি ও অক্সিজেনের নল নিয়ে পানির নিচে ডুব দেন। তারা একটা পর্যায় পর্যন্ত যেতে পারেন। যেটা পানির ওপর নৌকা থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।

কিন্ত এ ঘটনায় ডুবে যাওয়া লঞ্চটি যে অবস্থায় আছে তাতে অনেক সময় অক্সিজেন থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে বাকি মরদেহ উদ্ধার এখন ঝুঁকিপূর্ণ। তবুও সর্বাত্মক চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

উল্লেখ, সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: বুড়িগঙ্গায় লঞ্চডুবি, শিশুসহ ৩১ জনের মরদেহ উদ্ধার

ডুব দিলেই মিলছে মরদেহ

সাদা প্যাকেটে মোড়ানো স্বজনের মরদেহ, শোকে স্তব্ধ সদরঘাট