লঞ্চডুবি: নিখোঁজদের স্বজনরা যোগাযোগ করুন এই নম্বরে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বুড়িগঙ্গায় লঞ্চডুবি

বুড়িগঙ্গায় লঞ্চডুবি

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজদের তথ্য জানতে স্বজনদের ০১৭১৬০২৬৭০৪ এই নম্বরে যোগাযোগ করতে বলেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (২৯ জুন) বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এদিকে জানা যায়, মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনাই শিশুসহ ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বুড়িগঙ্গায় লঞ্চডুবি, শিশুসহ ৩১ জনের মরদেহ উদ্ধার

ডুব দিলেই মিলছে মরদেহ

সাদা প্যাকেটে মোড়ানো স্বজনের মরদেহ, শোকে স্তব্ধ সদরঘাট

লঞ্চের ভেতরে যেতে পারেনি ডুবুরিরা, বাড়তে পারে মরদেহের সংখ্যা