গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত সাইফুল ইসলাম

নিহত সাইফুল ইসলাম

সাভারের আশুলিয়ায় পৃথক ঘটনায় গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। রোববার (১২ জুলাই) বিকেলে শাহাবাগ থানার উপ-পরিদর্শক গোলাম রসূল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ জুলাই রাতে প্রফেসর আব্দুস সালামের বাড়িতে কয়েল জ্বালাতে গিয়ে সাইফুল ইসলাম (৩৫) ও ১২ জুলাই ভোরে আশুলিয়ার ধনাইট এলাকার ইউসুফ মার্কেট সংলগ্ন ইয়ার বক্সের বাড়িতে মমিনুল ইসলাম নামের একজন দগ্ধ হন। পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিলে সকালে তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত সাইফুল ইসলাম আশুলিয়ার পানধোয়া এলাকার নুর মোহাম্মদ পাটোয়ারীর ছেলে ও মমিনুল ইসলাম রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।

জানা যায়, গত ৪ জুলাই ওই এলাকায় প্রফেসর আব্দুস সালামের ভাড়া বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস বের হতে থাকে। পরে কয়েলে জ্বালাতে গিয়ে পুরো ঘরে আগুন ধরে যায়। এসময় সাইফুল ইসলাম দগ্ধ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে সাভারের আশুলিয়ার ধনাইট এলাকার ইউসুফ মার্কেট সংলগ্ন ইয়ার বক্সের বাড়িতে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমিনুল ইসলাম।

এব্যাপারে সাভার তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, পানধোয়া এলাকার ওই সংযোগটি বৈধ ছিল। তবে লিকেজের ব্যাপারে অভিযোগ না করে নিজে থেকেই তারা গ্যাসের লাইনের মেরামত করেছিলো।

শাহাবাগ থানার উপ-পরিদর্শক গোলাম রসূল জানান, প্রাথমিকভাবে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে।