ভ্যানে রিকশা পেইন্ট করে সংসার চালান সাহেব
গ্রাম অঞ্চলের একটি জনপ্রিয় বাহন হচ্ছে ভ্যান গাড়ি। গ্রামে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে হলে ভ্যান গাড়ির যেন বিকল্প কোনো যানবাহন নেই। কারণ এটি সহজে যেকোনো রাস্তায় চলাচল করতে পারে। আর ভাড়াও কম। তাই যাত্রীর অভাব হয় না।
তবে এই ভ্যান গাড়ি চাকচিক্যের দিক দিয়ে অন্য সব যানবাহনের থেকে কম না। এই গাড়িতে প্রতি বছর নতুন ভাবে রঙ করা লাগে, তাহলে এর সৌন্দর্য বৃদ্ধি পায়। যাত্রীও বেশি পাওয়া যায়।
আর ভ্যানে এই রিকশা পেইন্টের কাজ করেই মাগুরার মহম্মদপুর উপজেলার সূর্য কুণ্ডু গ্রামের সাহেব আলী তার সংসার চালাচ্ছেন। সংসারে স্ত্রী-সন্তানসহ ৭ সদস্য রয়েছে। মূলত রিকশা পেইন্ট করার ব্যাপারে নেই তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। তারপরেও ভ্যান গাড়ির বডিতে অপরূপ রিকশা পেইন্ট অঙ্কন করতে পারেন তিনি।
সাহেব আলী জানান, ভ্যান গাড়ির বডিতে রিকশা পেইন্ট করে ভালোই আয় হয় তার। প্রতিটি ভ্যানে রিকশা পেইন্ট করে সাড়ে ৪শ টাকা থেকে ৫শ টাকা নেন। দিনে দুইটি ভ্যানে রিকশা পেইন্ট করতে পারেন। এখন আর কারো কাছে তাকে হাত পাততে হয় না। এ কাজ করে অনেক ভালো আছেন তিনি।