আরিচায় যমুনার পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপরে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি বেড়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (২৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে মানিকগঞ্জ পানি বিজ্ঞান শাখার পানির স্তর পরিমাপক মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বার্তা২৪.কম-কে তিনি জানান, যমুনা নদীর আরিচা পয়েন্টে পানির বিপদসীমা হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। রোববার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীতে ১০ দশমিক ১৬ সেন্টিমিটার পানি ছিলো। যা বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপরে।

বিজ্ঞাপন

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলার শিবালয়, দৌলতপুর, হরিরামপুর, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর এবং ঘিওর উপজেলার বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে পানি প্রবেশ করছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলের বাড়িঘর এবং ফসলি জমিও তলিয়ে গেছে।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস বলেন, মানিকগঞ্জের প্রায় ২৭ হাজার ৭৪ হেক্টর জমির বিভিন্ন ফসল এখন পানির নিচে। পানি বাড়তে থাকলে আরও বেশ কিছু এলাকার ফসলি জমি তলিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস বার্তা২৪.কম-কে বলেন, মানিকগঞ্জে ৩০ হাজার ৯৫১টি পরিবারের কয়েক হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৩০ মেট্রিক টন চাল ও ১৭শ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।