ঈদের রাতেই অপসারণ হবে রাজশাহী মহানগরের বর্জ্য

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বক্তব্য দিচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন জানিয়েছেন, ঈদের দিন রাতের মধ্যেই রাজশাহী মহানগর এলাকার কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে। ঈদের পরদিন পরিচ্ছন্ন শহর পাবে মহানগরবাসী।

রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে ‘কোরবানির পশু জবাই করা ও দ্রুত বর্জ্য অপসারণ’ এবং করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান মেয়র।

বিজ্ঞাপন

খায়রুজ্জামান লিটন বলেন, ‘গত কোরবানির ঈদে আমরা রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিলাম। এবারো রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। ঈদের পরদিনই মহানগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে চাই। এ কাজে মহানগরবাসীর সহযোগিতা কামনা করছি।’

পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মেয়র লিটন বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে কোরবানির ঈদ উদযাপিত হতে যাচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে বাড়তি নজরদারি রাখতে হবে। মানুষকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করতে হবে। কোরবানির পশু জবাই করার সময় এ কাজে নিয়োজিতদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দলবেধে কোরবানির পশুর হাটে যাবেন না। পরিবারের ২-১ জন গিয়ে কোরবানির পশু ক্রয় করুন। পশুর হাটে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র। তিনি বলেন, ‘বাড়ির ফুলের টব, ভাঙা হাঁড়ি-পাতিল, গাড়ির পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাব-নারিকেলের খোসা, এসি ও ফ্রিজের তলায় পানি জমতে দেবেন না। বাড়ির ভেতরে ও আশপাশ এবং আঙিনা পরিষ্কার রাখুন।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক চার মাসব্যাপী নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়েছে। এর ফলে ড্রেনের পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বাকি কাজ সম্পন্ন হলে এর সুফল পাবে নগরবাসী।’

সভায় জানানো হয়, কোরবানির পশু জবাই করা ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে একটি লিফলেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত লিফলেটে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত মসজিদের ইমাম দ্বারা জুমার নামাজের খুতবায় ও ঈদুল আজহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া পরিচ্ছন্ন বিভাগের সব (কেন্দ্রীয় ও ওয়ার্ড) পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীর ঈদের দিন ছুটি বাতিল করা হয়েছে। সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন কন্ট্রোল রুম খোলা হবে।

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন- প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।