রংপুরে ডিবির অভিযান, ভুয়া চিকিৎসকসহ আটক ৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরে বেসরকারি মালিকানাধীন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসকসহ ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ও একটি অনুমোদনহীন হাসপাতাল সিলগালা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে ধাপ জেল রোডে মেডিনোভা ক্লিনিক এন্ড নার্সিং হোম এর ভুয়া চিকিৎসক সনাতন চন্দ্রসহ প্রতারণার সাথে জড়িত তুলেশ চন্দ্র, আমিনুল ইসলাম, শাহানুর ও আমিনুল হককে আটক করা হয়।

এছাড়াও নগরীর চেকপোস্টে সমতা ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৫০ হাজার টাকা, ন্যাশনাল কমিউনিটি হাসপাতালকে ৫০ হাজার টাকা, আরকে রোডে আইডিয়াল জেনারেল হাসপাতাল এন্ড নার্সিং হোমকে ১ লাখ টাকা, রংপুর স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইডিয়াল ডায়াগনস্টিকস সেন্টারকে ২০ হাজার টাকা, মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানগুলো অনুমোদন না থাকাসহ অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে জরিমানার পাশাপাশি অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ন্যাশনাল কমিউনিটি হাসপাতালটি সিলগালা করা হয়।

এ সময় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রুবাইয়াত হাসান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, পুলিশ কমিশনার ও ডিবির ডিসির নির্দেশে অনুমোদনহীন, রোগীদের সাথে স্বাস্থ্য সেবার নামে প্রতারণাকারী ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান চলছে। স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকলে বলেও তিনি জানান।