গোপনে গাংনীতে ১৫ কাঠা জমিতে গাঁজা চাষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাঁজার বাগান।

গাঁজার বাগান।

 

গোপনে নিষিদ্ধ গাঁজা চাষ করে ফেঁসে গেলেন দুলাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। তার ১৫ কাঠা জমিতে আবাদকৃত ১৭০টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) রাতে গাংনীর মটমুড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বাগানটির সন্ধান পায় পুলিশ।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, মটমুড়া গ্রামে নিজ বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে গাঁজা আবাদ করেন দুলাল হোসেন। চারপাশে ঘন বাঁশঝাড় থাকায় বিষয়টি কারো নজরে পড়েনি। মাদক বিরোধী অভিযানে বুধবার রাতে গাংনী থানা পুলিশের একটি দল গাঁজা বাগানটির সন্ধান পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী দুলাল হোসেন। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

দুলাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। জব্দকৃত গাঁজার গাছগুলো থানা হেফাজতে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।