যুক্তরাষ্ট্রের পণ্যে ইইউ‘র পাল্টা শুল্ক আরোপ

  • আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আগামী শুক্রবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

বিজ্ঞাপন

আমেরিকান রপ্তানি পণ্য যেমন নীল জিন্স, মোটরবাইক এবং বোর্ন হুইস্কিকে এই শুল্কের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার সিলিলিয়া মালমস্ট্রোম।

তিনি বলেন, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তের কারণে অনেকটা বাধ্য হয়েই এই সিদ্ধাতে আসে ইইউ।
গত মার্চে ট্রাম্প প্রথমিকভাবে প্রতিবেশী দেশ কানাডা, মেক্সিকোসহ ইউভুক্ত বিভিন্ন দেশের ইস্পাত আমদানির উপর ২৫ ভাগ এবং অ্যালুমিনিয়াম পণ্যের উপর ১০ ভাগ শুল্ক বসানোর প্রাস্তাব দেয়।

বিজ্ঞাপন

তখনই পাল্টা শুল্ক আরোপের জন্য যুক্তরাষ্ট্রের পণ্যের তালিকা তৈরি করে ব্রাসেলস। এই তালিকায় রয়েছে ক্যানবেরি, কমলা রস, মিষ্টি এবং চিনাবাদামসহ বিভিন্ন বিভিন্ন পণ্য।

গত মঙ্গলবার চীনা পণ্যে ২২০ বিলিয়ন ইউএস ডলারের বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। জবাবে চীনও পাল্টা কর আরোপের কথা বলে।