বিএনপি’র শাপলা চত্বরের চেয়েও করুণ পরিণতি হবে: সেতুমন্ত্রী
ঢাকা অবরোধ করতে এলে শাপলা চত্বরে হেফাজতের যে অবস্থা হয়েছিল তার চেয়েও করুণ পরিণতি বিএনপিকে বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সারাদেশ থেকে লোক এনে ঢাকায় জড়ো করছে। তারা ঢাকা অবরোধ করতে চায়। আমরাও প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপি অবরুদ্ধ হয়ে যাবে।’
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে শাপলা চত্বরের কথা স্মরণ করিয়ে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ঢাকায় লুকিয়ে ঢুক আর চুরি করে ঢুক এরপর কিন্তু পালানোর পথ পাবে না। শাপলা চত্বরে কী হয়েছিল শেষ রাতে? আমি বলতে চাই না। আরও করুণ পরিণতি হবে বিএনপির।’
বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘চুরি করে এসে ঢাকায় আত্মীয়-স্বজনের বাসায় জড়ো হচ্ছে, অতিরিক্ত কাপড় আনতে বলেছেন ফখরুল। আমরাও বসে থাকবো না। ১৮ অক্টোবর আমরাও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জমায়েত করবো। আজ যা এসেছে, ওইদিন আরও বেশি আসবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহস পাচ্ছে বিদেশ থেকে। আমরা সাহস পাচ্ছি দেশের জনগণের কাছ থেকে। বিদেশি সমীক্ষা বলছে, বাংলাদেশের ৭০ শতাংশ লোক আওয়ামী লীগকে সমর্থন করে। আমরা কাউকে ভয় পাই না। যতক্ষণ জনগণ সঙ্গে আছে ততক্ষণ ভয় নেই ‘
তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সাথে কথা বলেছে, তারা বলেছে- বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন তারা করে না।’
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল প্রমুখ।