নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ
ঢাকায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচিতে অংশ গ্রহণ করতে যাওয়া নোয়াখালী জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান (৪৫) ও প্রচার সম্পাদক জসিম উদ্দিন বাবু (৪০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) তাদের গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালী জেলা যুব দলের উদ্যোগে দুপুরে মাইজদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার পল্টনের একটি হোটেল থেকে ঢাকার ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে ঢাকায় ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
তিনি বলেন, ‘জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও দপ্তর সম্পাদক জসিম উদ্দিন বাবুর নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা ঢাকার পল্টনে বিএনপির সমাবেশে যোগ দিতে সোমবার সকালে ঢাকায় অবস্থান করেন। মঙ্গলবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের কে গ্রেপ্তার করে নিয়ে যায়।
এ ঘটনায় তীব্র নিন্দ জানিয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা ভুলু, মোঃ শাহজাহান, জয়নাল আবেদীন ফারুক, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়াসল। তারা অবিলম্বে গ্রেফতারকৃত ২ নেতার মুক্তি দাবি করেছেন।
এই দিকে নুরুল আমিন খান ও জসিম উদ্দিনের গ্রেফতারের প্রতিবাদে দুপুর ১টার দিকে জেলা যুব দলের উদ্যোগে নোয়াখালী বড় মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গ্রেফতারকৃত নেতাদের দ্রুত মুক্তির দাবি জানান।