নরসিংদীতে যুবদলনেতাসহ গ্রেফতার ৩
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয়াসহ (৪০) তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চিনিশপুর এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মোহাম্মদ আলী (৪০), চরাঞ্চল নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুরের আবু ফারুক (৫১) ও দিলারপুর গ্রামের ইকবাল হোসেন (৬০)।
এসময় তাদের কাছ থেকে ককটেল, প্লাষ্টিকের ব্যাগ, বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ছোট বড় কাঠের লাঠি ও ইটের টুকরা জব্দ করা হেয়েছে বলে জানায় পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এসময় এরা নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধাদানের ঘটনায় এই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করা দায়ের হয়েছে। রোববার ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আসামীদের আদালতে পাঠানো হবে।
আগামী বুধবার রিমান্ড শুনানী হবে বলে কোট পুলিশের মাধ্যমে জানা যায়।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। সরকারের পরিকল্পিত সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলার ওয়ারেন্ট নেই। তারা সকল মামলায় জামিনে রয়েছেন।