কুষ্টিয়ায় বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৩০ অক্টোবর) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, এ বছরের ৩১ শে জুলাই ও ১৫ আগস্ট তারিখে পুলিশ বাদী হয়ে করা পৃথক দুটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাজদিয়াড় গ্রামের মৃত ঈমান সরদারের ছেলে কেরামত সরদার, খলিশাকুন্ডি এলাকার মৃত মহাসিন আলীর ছেলে আজগার আলী, ফিলিপ নগরের মনিরুদ্দিনের ছেলে শিহাব, নূর সরকারের ছেলে জাপান সরকার, পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথ পুর গ্রামের এহসান আলীর ছেলে হায়দার আলী, পোড়া শোলুয় গ্রামের নুরুল হকের ছেলে হাফিজুল ইসলাম, মোফাজ্জল হকের ছেলে মহিরুল ইসলাম ও ফকির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।

তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে হওয়া ২ টি মামলার ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।