কারামুক্ত হলেন বিএনপি নেতা দুদু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেনতার ছোট ভাই ওয়াহিদুজ্জামান বুলা।

‘সরকার পতনের’ এক দফা দাবিতে বিএনপির ডাকা গত ২৮ অক্টোবর মহাসমাবেশে নয়াপল্টনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবনে।

বিজ্ঞাপন

সংঘাতের এক সপ্তাহ পর ৫ নভেম্বর রাতে ঢাকায় বোনের বাসা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় বিএনপির এ নেতাকে ৩ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

এরপর ২৭ নভেম্বর পুলিশের পিস্তল ছিনতাই ও মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আরও ২ দিনের রিমান্ডে পায় পুলিশ। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।

২৮ অক্টোবরের পর মোট আট মামলা হয় বিএনপির ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে। এর মধ্যে ১৮ ফেব্রুয়ারি পাঁচ মামলা ও ২০ ফেব্রুয়ারি তিন মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।