আওয়ামী লীগের কর্মীরা কেন মাঠে নেই, জানালেন ডা. মোস্তফা জালাল
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে নজিরবিহীন নাশকতা ও হতাহতের ঘটনা ঘটলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সেভাবে মাঠে সক্রিয় নয়-অনেকের এমন অভিযোগের বিষয়ে কথা বলেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
শনিবার দুপুরের বার্তা২৪.কম-কে তিনি বলেন, ‘আমরা তো এতদিন তাদের (দলীয় নেতাকর্মীদের) সিদ্ধান্ত দিইনি। সিদ্ধান্ত দিয়েছি, এখন দেখবেন।’
আওয়ামী লীগকে তৃণমূলের দল উল্লেখ করে মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘গতকাল সাভারে আমরা অনেক বড় কর্মসূচি করেছি। তাতে বৃহৎ জমায়েত ছিল। তৃণমূলের নেতাকর্মীরা এখন ইনস্ট্রাকশন পেয়েছেন। নিশ্চয়ই এখন এর প্রতিফলন দেখবেন।’
চলমান পরিস্থিতিকে স্বাভাবিক করতে ক্ষমতাসীন দল কি পদক্ষেপ নিচ্ছে, জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যের কাছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা চিন্তা করেন সেটাই সবচেয়ে ভালো পন্থা। ছাত্ররা যদি আসতো, কথা বলতো তবে ভালো হতো। উনি সব সময়ই রেডি। তারা যেটা করতে চায়…সেক্ষেত্রে আমাদেরও কিছু করতে হয়। আমরাও সেভাবে করব।’
এদিন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে এই পেশাজীবী নেতা বলেন, ‘আমরা ওই রকমই করতে চাই উনি (প্রধানমন্ত্রী) যেরকম চান। পেশাজীবীদের পক্ষ থেকে ধাপে ধাপে কর্মসূচি করব। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদরা আলাদা আলাদা কর্মসূচি করব।’