সংখ্যালঘুদের হামলা করলে ছাড় নেই: সরোয়ার আলমগীর
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ি সংখ্যালঘুদের আমি অভয় দিয়েছি। কেউ যাতে তাদের কোন ধর্মীয় স্থাপনায় হামলা করতে না পারে। যদি কেউ এরকম হামলার চেষ্টা করে তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি উপজেলা সদরের সানমুন কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন, আমাদের আবু সাঈদ একবার গুলি খেয়ে সরে যায়নি। সে পুনরায় আবার উঠে দাঁড়িয়েছে, তারপর পুলিশ তাকে আবার গুলি করে। সেই গুলিতে রক্তাক্ত হয়ে যায়। সেই আবু সাঈদের রক্ত আজ বৃথা যায়নি। গত ১৬টি বছর ধরে আওয়ামী সন্ত্রাসী পুলিশ নিয়ে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে রাত-বেরাতে হয়রানি করেছে। আবু সাঈদরা আজ আন্দোলন করে সে স্বৈরাচারশাসকের উৎখাত করেছে।
ফটিকছড়ি বিএনপির দুইভাবে বিভক্ত প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা বিভক্ত নই আমরা ঐক্যবদ্ধ আছি। আজকে প্রমাণ হয়ে গিয়েছে। ওরা (আ. লীগ) যারা রাজনীতি করেছিল সব মিথ্যে ছিল। ওরা আর নাই।
উত্তর জেলার বিএনপির এ নেতা বলেন, ছাত্র আন্দোলনকে সফল করতে জাতীয়তাবাদী বিএনপি জামায়াত ইসলামী সাপোর্ট দিয়েছে। এ আন্দোলনে ছাত্রশিবির ও ছাত্রদলের রক্ত ঝরেছে। সরোয়ার আলমগীর বলেন, দেশের বিভিন্ন জায়গায় মাজার মন্দির এবং বিভিন্ন স্থাপনে হামলা হচ্ছে। এসব কারা করতেছে? কাদের ইঙ্গিত! নিশ্চয়ই আপনারা জানেন, তাদের চিহ্নিত করতে হবে। যারা লুটপাটের সাথে জড়িত তারা কোন রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। দেশ নায়ক তারেক রহমান যারা এসব হামলা লুটপাটে জড়িত তাদেরকে চিহ্নিত করে দলীয়ভাবে বহিষ্কার করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আমাদের বার্তা পরিষ্কার বিএনপি এ ধরনের কোন কাজকর্ম করে না।
তিনি আরও বলেন, আমি শুনেছি এখানে কর্নার কিক হচ্ছে। মানে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে কিছু অর্থশাস্ত্র রয়েছে সেগুলো কয়েকটি দলের কাছে জমা রাখতে দিয়েছে। তাদের পাহারা দিচ্ছে। ফটিকছড়িতে অস্ত্রধারী যদি কাউকে পান আপনারা আমাদেরকে জানাবেন। আমরা যে যেখানে আছি তাকে ধরে ফেলব। কেউ ছাড় পাবে না।
আমরা গত দুইদিন ধরে ফটিকছড়ির বিভিন্ন মন্দির এবং হিন্দু, বৌদ্ধদের বাড়ি বাড়ি ঘুরেছি। তাদেরকে অভয় দিয়েছি আমার নম্বর দিয়ে এসেছি। কেউ যদি হামলার চেষ্টা করে আমাকে যেন ফোন দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, বদিউল আলম তালুকদার, নাজিমুদ্দিন শাহীন, আবু তাহের সিদ্দিকী, আবুল কালাম আজাদ, মনছুর আলম চৌধুরী, এস এম আবু তাহের, জালাল উদ্দিন, মিয়া মোহাম্মদ ফরিদ, দৌলত আলী, আজম খান,মুহিব্বুল্লাহ চৌধুরী বাহার, আবু ছালেহ, শাহাবুদ্দিন মিন্টু প্রমুখ।