চিরদিনের জন্য দেশকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে হবে: খেলাফত মজলিস
চিরদিনের জন্য এদেশ থেকে আওয়ামী সন্ত্রাসীমুক্ত করতে হবে। আওয়ামী লীগকে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দরা এসব কথা বলেন। সমাবেশটি জুমার নামাজের পর শুরু হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, 'এ বিজয় আল্লাহর দান। এখন নতুন এবং শান্তির বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এদেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ মুক্তি লাভ করেছে। বিগত ১৫ বছরের স্বৈরচারী শাসনের পতন হয়েছে। গতকাল রাত ৯টায় একটি অন্তবর্তীকালিন সরকার গঠিত হয়েছে। আমরা আশা করি এসরকার ভালো কিছু করবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসতে হবে। গুম, খুনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দেশের মানুষের যানমালের রক্ষা করতে হবে।'
অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনারা দায়িত্ব নিয়ে দেশকে ভালো জায়গায় নিয়ে যাবেন। শিক্ষার্থীদের ত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ ২য় বার স্বাধীন হয়েছে। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। আমরা শুরু থেকেই ছাত্রদেরকে সমর্থন করেছি।'
তিনি আরও বলেন, 'আজকে সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করা হচ্ছে। ছাত্ররা আজকে মন্দির পাহারা দিয়ে নজির স্থাপন করেছে। আ.লীগের দোসররা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা করছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হোক।'
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, 'অন্তবর্তীকালীন সরকারকে আমরা অভিনন্দন জানাই। স্বৈরাচার এদেশকে যেভাবে রেখে গেছেন, আশা করি এসরকার দেশকে সংস্কার করবে। স্বৈরাচারের আমলে আমাদের কথা বলার অধিকার ছিল না। কোনো স্বৈরাচার সরকার টিকতে পারেনা। স্বৈরাচারি সরকার সবকিছু দলীয়করণ করেছে। তারপরও টিকতে পারেনি। তার ছাত্রলীগ, যুবলীগ তাকে বাঁচাতে পারে নাই। এদেশে চিরদিনের জন্য আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে হবে। নিষিদ্ধ ঘোষণা করতে হবে।'
সমাবেশ শেষে খেলাফত মজলিস বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে যেতে দেখা গেছে।