অপকর্ম করেছে বলেই শেখ হাসিনাকে পালাতে হলো: সরওয়ার আলমগীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সরওয়ার আলমগীর

সরওয়ার আলমগীর

অপকর্ম করেছে বলেই শেখ হাসিনাকে পালাতে হলেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। 

তিনি বলেন, 'রাষ্ট্র চালাতে গিয়ে অপকর্ম করেছে বলেই শেখ হাসিনাকে পালাতো হল। কিন্ত আমরা সেই পথে যাব না। আমরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে এদেশে থেকেই দেশ বির্নিমান করবো।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির নানুপুর বাজারে বিজয় ও শান্তি মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব তিনি কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- এদেশে সংখ্যালঘু বলতে কিছু নায়। আমরা সবাই বাংলাদেশী। তাই মন্দীর ও মাজার, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। এসব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

তিনি বিএনপি নেতা-কর্মীদের বিনীয় হবার আহ্বন জানান।

জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন'র সভাপতিত্বে ও মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- নাজিম উদ্দিন শাহীন, আবু তাহের সিদ্দিকী, আবুল কালাম আজাদ, মনসুর আলম চৌধুরী, জয়নাল ভান্ডারী, খালেদ বাবুল, এস এম আনু মনছুর, জালাল উদ্দিন চৌধুরী, মিয়া মো. ফরিদ, মো. আজম খান, মো. সাইফুদ্দীন, জয়নাল আবেদীন,খালেদ বাবুল, সরোয়ার মামুন, আহমদ রশিদ, জাহাঙ্গীর আলম, আবু ছালেহ, মো.হেলাল নুরুল আলম, প্রিন্স ওমর ফারুখ, মোজাহারুল ইকবাল লাভলু, মো. মহিন উদ্দিন, এস এম মাহফুজ, মো. জাবেদ, নজিবুল করিম, মো. হাসানসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।