শাহবাগে পুলিশকে স্বাগত জানালো ছাত্রদলের নেতা-কর্মীরা

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশকে স্বাগত জানালো ছাত্রদল নেতা-কর্মীরা

পুলিশকে স্বাগত জানালো ছাত্রদল নেতা-কর্মীরা

গণঅভ্যুত্থান ও পরবর্তী বাংলাদেশে নতুন যাত্রায় পুলিশকে স্বাগত জানিয়ে শাহবাগ এলাকায় ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, এসএম হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, শহীদুল্লাহ হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হক নূর, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মিনহাজুল আমিন শিবলুসহ অনেকে।

বিজ্ঞাপন

এ সময় ইব্রাহিম খলিল বলেন, "বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশের ছাত্র-জনতার বন্ধু। কিন্তু দেশের বুকে এতদিন একটি স্বৈরাচারী ব্যবস্থা ভর করে পুলিশ বাহিনীর কতিপয় সদস্যদের ব্যাবহার করে একটি ভয়ের সংস্কৃতি চালু করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের যে পুনর্জন্ম হয়েছে সেখানে বাংলাদেশ পুলিশ হবে ছাত্র-জনতার বন্ধু। আমরা বিশ্বাস করতে চাই তারা জনগণের পক্ষে কাজ করবে। এ প্রত্যাশা থেকেই তাদের আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে তাদের আমরা শুভেচ্ছা জানিয়েছি।