১৫ আগস্টকে কেন্দ্র করে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে: মামুনুল হক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ আজ স্বাধীন। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে যদি ১৫ আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় তাহলে প্রতিহত করা হবে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ উদ্যোগে গণসমাবেশে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ১৫ আগস্টকে কেন্দ্র করে একটি মহল বিশৃঙ্খলা করার জন্য উসকানি দিচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা বিগত ১৫ বছর পর্যন্ত হাতুরিলীগের ভূমিকা পালন করেছেন। মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ১৬ বছর আগের ফ্যাসিবাদি পরাধীন বাংলাদেশ নয়। বাংলাদেশ আজ স্বাধীন। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে যদি ১৫ আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় তাহলে তাদেরকে প্রতিহত করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওনালা সাজিদুর রহমান, জুনায়েদ আল-হাবিব’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন