ভারতে পালানোর সময় সীমান্তে ছোট ভাইসহ আ.লীগ নেতা আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম,সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদসহ তার ছোট ভাই সাদেক আহমদকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জৈন্তাপুর বিওপির ১২৯২ পিলারের সীমান্তবর্তী এলাকা গোয়াবাড়ি থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল তাদেরকে আটক করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার একটি মামলার এজাহারনামীয় আসামি হলেন কামাল আহমদ।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজিবি কামাল আহমদ ও তার ছোট ভাইকে আটক করেছে। জুবেল আহমদ নামের একজনের দায়ের করা মামলার এজাহারনামীয় ২২নং আসামি হলেন কামাল আহমদ। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।তাদেরকে নিয়ে আসা হচ্ছে।