বিরোধীদের চক্রান্ত থেমে নেই, ঐক্য অটুট রাখতে হবে: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিরোধীদের চক্রান্ত থেমে নেই বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় শহীদ মিনারে গণআন্দোলনের বীর শহীদদের স্মরণে এক সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

এসময় গত ১৬ বছরে গণতান্ত্রিক আন্দোলনে হওয়া সব শহীদদের জন্য ক্ষতিপূরণ দাবি করে অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা পঙ্গু হয়েছেন, নিহত হয়েছেন তাদের ভাতা দিতে হবে। যা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ১৬ বছর ধরে যারা সংগ্রাম করছি তারা অত্যন্ত নির্যাতিত, অত্যাচারিত হয়েছি। আমাদের ৭০০ ভাই-বোন খুন হয়ে গেছে। আয়নাঘর হয়েছে। ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে। তাদের খুঁজে বের করতে হবে।