কিশোরগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজলসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার (২ অক্টোবর) সকালে যৌথ বাহিনীর অভিযানে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুম, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি।

তাদেরকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বুধবার (০২ অক্টোবর) আদালতে তোলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের তাড়াইল থানায় হস্তান্তর করা হয়।

তাড়াইল থানার ওসি মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।