চিকিৎসা শেষে দেশে ফিরলেন ব্যারিস্টার মওদুদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যারিস্টার মওদুদ, ছবি: সংগৃহীত

ব্যারিস্টার মওদুদ, ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ৯ মে থেকে ১১ মে তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি ছিলেন।

শনিবার (১১ মে) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরেছেন বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন।

বিজ্ঞাপন

তিনি জানান, স্যারের স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি, তিনি সুস্থ আছেন। ডাক্তাররা তাকে মেডিসিন দিয়েছেন। পরবর্তীতে আবার চেকআপ করতে পরামর্শ দিয়েছেন। আগের থেকে তার শারীরিক অবস্থা ভালো। তবে স্যারের সঙ্গে কথা হয়নি।

৪ মে আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাসায় ব্যক্তিগত চিকিৎসকরা চিকিৎসা দেন ব্যারিস্টার মওদুদ আহমদকে। অসুস্থতা বেড়ে গেলে ৫ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সিসিউউতে ভর্তি করা হয় তাকে।

টানা ৪ দিনে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ৯ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর নেয়া হয় তাকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ সঙ্গে ছিলেন। দু দিন বাদেই সুস্থ হয়ে দেশে ফিরলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।