কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়: জিএম কাদের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয় পার্টি

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (এমপি) বলেছেন, শহীদের একটা সংজ্ঞা আছে। কাদের মোল্লার মৃত্যু এই সংজ্ঞার মধ্যে পড়ে বলে মনে করি না। কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়, আমরা এর প্রতিবাদ করছি।

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত আবদুল কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকা ঠিক করেনি। পত্রিকাটির ডিক্লারেশন বাতিলের বিষয়টি একান্তই সরকারের ব্যাপার।

তিনি বলেন, পাকিস্তান হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলো। কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি। যারা দেশ মাতৃকার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশকে আরো এগিয়ে নিতে হবে। আমরা বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবো।

বিজ্ঞাপন

এসময় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা (এমপি), প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার (এমপি), উপদেষ্টা রওশন আরা মান্নান (এমপি), ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, আহসান আদেলুর রহমান (এমপি), মো. মোস্তাকুর রহমান, যুগ্ম মহাসচিব শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. শামছুল হক, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, বেলা হোসেন, এম.এ. রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।