২১ মাসের জেল, দল থেকে বাদ ম্যাগুয়ের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জেলে যেতে হচ্ছে না হ্যারি ম্যাগুয়েরকে

জেলে যেতে হচ্ছে না হ্যারি ম্যাগুয়েরকে

গ্রীসে পুলিশ মারার মামলায় শাস্তি পেয়েছেন হ্যারি ম্যাগুয়ের। দোষী সাব্যস্ত হওয়ায় ২১ মাস ১০ দিনের জেল হয়েছে তার।

স্বস্তির খবর হচ্ছে, শাস্তি হলেও জেলে যেতে হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের এ ক্যাপ্টেনকে। তার পুরো শাস্তিটাই স্থগিত থাকছে। কেননা গ্রীসের মাইকোনোস দ্বীপে তিন বছরের নিচে শাস্তি হলে জেলে যেতে হয় না।

বিজ্ঞাপন

ভয়ানক হামলা, গ্রেপ্তারে বাধা প্রদান এবং ঘুষ দেওয়ার চেষ্টা করে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ম্যাগুয়ের।

মামলার শুনানি চললেও কোচ গ্যারেথ সাউথগেট ইংল্যান্ড দলে রেখে ছিলেন মাগুয়েরকে। তবে মামলার রায় ঘোষণার পর আইসল্যান্ড ও ডেনমার্কের বিপক্ষে ন্যাশন্স লিগের দুটি ম্যাচের দল থেকে ম্যাগুয়েরের নাম বাদ দিয়েছেন ইংল্যান্ড কোচ।

বিজ্ঞাপন

হাতে অফুরন্ত ছুটি থাকায় পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে গ্রীসে বেড়াতে গিয়েছেন হ্যারি ম্যাগুয়ের। সেখানে এক কাণ্ড ঘটিয়ে ম্যানইউ ক্যাপ্টেন গ্রেপ্তার হয়ে ছিলেন গ্রীক পুলিশের হাতে।

গ্রীক দ্বীপ মাইকোনোসের এক বারে ম্যাগুয়ের ও তার দুই বন্ধু স্থানীয় পুলিশের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ছিলেন। উত্তেজনাকর পরিস্থিতির এক পর্যায়ে তিন বন্ধু মিলে দুই পুলিশ অফিসারকে ঘুষি ও লাথি মেরে ফেলে দেন।

এ ঘটনার পর তিনজনকেই আটক করে কাস্টোডিতে নিয়ে যায় পুলিশ। তাদের বিরুদ্ধে সহিংস হামলার অভিযোগপত্র দায়ের করে পুলিশ।