লিভারপুলের স্বপ্নভঙ্গ, কমিউনিটি শিল্ড আর্সেনালের
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ট্রফি জিতেই শুরু করতে চেয়েছিল নতুন মৌসুম। সামনে শিরোপা জয়ের সুবর্ণ একটি সুযোগও ছিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি দ্য রেড শিবির। পেনাল্টি শ্যুটআউটে অ্যানফিল্ড শিবিরকে ৫ (১-১) ৪ গোলে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড জিতে নিয়েছে আর্সেনাল।
দর্শক শূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে মোহাম্মদ সালাহদের স্বপ্ন ভেঙে শিরোপা জিতেই ২০২০-২১ মৌসুমে নিজেদের নতুন মিশনের শুভ সূচনা করল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।
শনিবার রাতে চোখ ধাঁধানো বাঁকানো শটে এফএ কাপ জয়ী আর্সেনালকে ম্যাচের ১২তম মিনিটের মাথায় এগিয়ে দেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। বিরতির পর ৭৩তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান বদলি হিসেবে মাঠে নামা তাকুমি মিনামিনো।
আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় মাঠের লড়াই। ফলে এক ম্যাচের এ আসরের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। লিভারপুলের স্ট্রাইকার রাহিয়ান ব্রুস্টারের পেনাল্টি আঘাত করে ক্রসবারে। এতেই কপাল পুড়ে কোচ ইয়ুর্গেন ক্লপের দলের। আউবামেয়াং জয়সূচক পেনাল্টি নিয়ে গানারদের শিরোপা উপহার দেন।
এনিয়ে টানা দ্বিতীয় বছর পেনাল্টি শ্যুটআউটে কমিউনিটি শিল্ড হাতছাড়া করল লিভারপুল। ২০১৯ সালে জিতেছিল ম্যানচেস্টার সিটি। গতবার মাঠের লড়াই ও পেনাল্টি শ্যুটআউটের ফলও ছিল একই।