শ্বশুর অসুস্থ, ফাইনাল না খেলে সাকিব নিউইয়র্ক যাচ্ছেন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। জরুরি পারিবারিক প্রয়োজনে আমেরিকা যাচ্ছেন আজ তিনি। আমেরিকায় সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন খুব অসুস্থ। সোমবার, ১৪ ডিসেম্বর সাকিব সেই খবর পান। সঙ্গে সঙ্গে তিনি এই দুঃসময়ে নিউইয়র্কে তার স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নেন। সোমবার রাতেই সাকিব টিম হোটেল ছেড়ে দেন। মঙ্গলবার, ১৫ ডিসেম্বরের ফ্লাইটে তার নিউইর্য়ক যাওয়ার কথা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সাকিবের দল জেমকন খুলনা ১৪ ডিসেম্বর চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠেছে। তবে সাকিবকে ছাড়াই খুলনাকে এই ফাইনাল ম্যাচ খেলতে হবে। ১৮ ডিসেম্বর মিরপুরে হবে এই ফাইনাল ম্যাচ।
জেমকন খুলনা মিডিয়া ম্যানেজার মিনহাজ জানিয়েছেন- ‘শ্বশুরের অসুস্থতার খবর শুনে সাকিব সোমবার রাতেই হোটেল ছেড়েছেন। সাকিবের শ্বশুর অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার সাকিব জানতে পারেন যে তার শ্বশুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জেমকম খুলনার কাছে পরিবারই সবসময় অগ্রাধিকার পায়। তাই সাকিবের এই কঠিন সময়ে জেমকন খুলনা তার পাশে এসে দাঁড়িয়েছে। সাকিব যেন এই কঠিন সময়টায় তার পরিবারের সঙ্গে থাকতে পারেন সেই আশাই করছে জেমকন খুলনা। আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া কামনা করছি। সাকিব মঙ্গলবারই নিউইয়র্কের ফ্লাইট ধরবেন।’