৬৫০ গোলের মাইলফলক ছুঁয়েন মেসি
চোখ ধাঁধানো ফ্রি-কিকে নতুন এক মাইলফলকে পৌঁছালেন লিওনেল মেসি। পেলেন ৬৫০তম গোলের দেখা।
অ্যাথলেটিক বিলবাও'র বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে দাপুটে এ কৃতিত্ব গড়েন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ন্যু ক্যাম্প থেকে পাওয়া এ তিন পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে বার্সা।
সুপারস্টার মেসির চমৎকার সেট পিচ গোলেই ম্যাচে এগিয়ে যায় কাতালানরা। জর্দি আলবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে বিলবাও। অ্যান্তোনিও গ্রিজম্যানের গোল শেষে জয় এনে দেয় কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যদের।
স্প্যানিশ লিগের অন্য ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন লুইস সুয়ারেজ। উরুগুয়েন তারকার ডাবল গোলে কাদিজের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ নিয়ে টানা আট জয়ে লিগের শীর্ষ স্থান পরিষ্কার ১০ পয়েন্টের ব্যবধানে আরও পোক্ত করল কোচ ডিয়েগো সিমিওনের দল।
কাদিজের আলভারো নেগ্রেডোও জোড়া গোলের দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।