পছন্দের তিন নম্বরে ব্যাট করবেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যাট হাতে সাকিব আল হাসান

ব্যাট হাতে সাকিব আল হাসান

ব্যাটিং লাইন-আপের তিন নম্বর জায়গাটা সাকিব আল হাসানের খুব পছন্দের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বাজিমাত করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

তবে এ জন্য অনেক কাঠখড় পুড়াতে হয়েছে সাকিবকে। হেড কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টকে বোঝাতে হয়েছে। তিনে নামার সুযোগ পেয়েই সাকিব তাক লাগিয়ে দেন। দুই সেঞ্চুরির সঙ্গে পাঁচ ফিফটিতে তোলেন ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান। 

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে নিজের পছন্দের জায়গাটা ফিরে পাচ্ছেন ৩৪ বছর বয়সী এ বাঁ-হাতি ব্যাটসম্যান।

বিসিবি'র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু খবরটি নিশ্চিত করে বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব তিন নম্বরে ব্যাটিং করবে। এটা তার সেরা জায়গা। সে নিজেই তিন নম্বরে ব্যাট করতে ইচ্ছুক। তাই মনে করি, তাকে সুযোগটা দেওয়া উচিত।’

বিজ্ঞাপন

এই জায়গায় অনেকেই খেলেছেন। তবে কেউ সাফল্যের দেখা পাননি। নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার কেউ নিজেকে মেলে ধরতে পারেননি। তাই এই পজিশনে সাকিবের ওপরই ভরসা রাখতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।