ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন মিরাজ-সানারা
ফিলিস্তিনের আর্তমানবতার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন মোহাম্মদ সালাহ, পল পগবা, ক্যাগিসো রাবাদা, বাবর আজম ও ড্যারেন স্যামিসহ বিদেশি ফুটবলার-ক্রিকেটাররা। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর মতো ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। স্বাধীন ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইসরাইলের নিশংস হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদ জানিয়েছেন দেশের ক্রীড়াবিদরা।
উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফেসবুকে লিখেন, ‘আমি, মুশফিকুর রহিম বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পাশে আছি।’
টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘বছরের পর বছর ধরে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। তবে নিজের দেশে শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে তাদের। এটি কেবল একটি ধর্মীয় ইস্যু নয়। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্বকে অবশ্যই সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সাথে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সকলকে মঙ্গল করেন।’
তারকা ক্রিকেটার সাব্বির রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘আমি, সাব্বির রহমান বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সাথে আছি।’
তারকা আর্চার রোমান সানা লিখেন, ‘আসসালামুআলাইকুম। কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে যেন বলতে পারি জীবন দিতে পারি নাই। কিন্তু মজলুম ভাইদের পাশে থেকে ইসলামের পক্ষে ছিলাম! আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুক, আমিন!’
নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি দিয়ে তারকা পেসার রুবেল লিখেছেন, ‘ফিলিস্তিনকে বাঁচান, মুসলিমদের বাঁচান। আমরা ফিলিস্তিনের পাশে আছি। হে ফিলিস্তিনিরা, আপনাদের জন্য আমরা প্রার্থনা করে যাচ্ছি।’
সাব্বির রহমানের পোস্ট শেয়ার করে স্পিনার আরাফাত সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটা দেখে ভাল লাগছে, আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।’