শ্রীলঙ্কার তিনজন করোনা পজিটিভ, শঙ্কায় প্রথম ম্যাচ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কান ক্রিকেটাররা

শ্রীলঙ্কান ক্রিকেটাররা

আজ রোববার, ২৩ মে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে দুপুর ১টায়। কিন্তু তার আগেই দুঃসংবাদ পেল সফরকারী দলটি। করোনায় আক্রান্ত হয়েছেন অতিথি লঙ্কান দলের তিনজন। ফলে সিরিজের প্রথম ম্যাচের আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

অন্যদিকে শোনা যাচ্ছে, বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও নাকি করোনা পজিটিভ হয়েছেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এখন প্রথম ওয়ানডে স্থগিত হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

বিজ্ঞাপন

লঙ্কান গণমাধ্যম জানাচ্ছেন, করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন বোলিং কোচ চামিন্দা ভাস। সঙ্গে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে পেসার ইসুরু উদানা ও শিরান ফার্নান্ডোর।

সকালের পিসিআর টেস্টে তিনজনের করোনা ধরা পড়ে। এখন দ্বিতীয় পিসিআর টেস্টের জন্য অপেক্ষায় আছেন তিনজন। বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন