নয়্যারের শততম ম্যাচে জার্মানির গোল উৎসব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টমাস মুলারদের গোল উদযাপন

টমাস মুলারদের গোল উদযাপন

দুই বছরের বেশি সময় পর গোলের দেখা পেলেন টমাস মুলার। সেটা অবশ্যই আন্তর্জাতিক ফুটবলে। তারকা এ মিডফিল্ডারের ক্যারিয়ারের বিশেষ রাতে গোল উৎসব করল জার্মানি। ইউরো ২০২০ আসরকে সামনে রেখে প্রস্তুতি সারল কোচ জোয়াকিম লো’র শিষ্যরা।

ঘরের মাঠের প্রীতি ম্যাচের প্রথমার্ধে জার্মানিকে গোল এনে দেন রবিন গোসেনস, ম্যানচেস্টার সিটির ইলকে গান্ডোগান, টমাস মুলার ও সার্জ গনাব্রি। সঙ্গে যোগ হয় অজোলসের করা একটি আত্মঘাতী গোল।

বিজ্ঞাপন

বিরতির পর প্রতিপক্ষের জালে বল জড়ান চেলসির স্ট্রাইকার টিমো ওয়ের্নার ও লেরয় স্যান। লাটভিয়ার হয়ে একটি গোল শোধ করেন সাভেলজেভস।

এ ম্যাচেই অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন ক্যাপ্টেন ম্যানুয়েল নয়্যার। জার্মানির প্রথম গোলকিপার হিসেবে খেললেন শততম ম্যাচ।

ইউরো চ্যাম্পিয়নশিপের ‘এফ’ গ্রুপে জার্মানরা নিজের উদ্বোধনী ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। মৃত্যুকূপ হিসেবে খ্যাত এই গ্রুপে জার্মানির অন্য প্রতিপক্ষ ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও হাঙ্গেরি।