ইউক্রেনের ইউরো জার্সি নিয়ে রাশিয়ার ক্ষোভ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের জার্সিতে আঁকা হয়েছে দেশটির মানচিত্র

ইউক্রেনের জার্সিতে আঁকা হয়েছে দেশটির মানচিত্র

ইউরো ২০২০ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করেছে ইউক্রেন। কিন্তু এই জার্সি নিয়েই শুরু হয়েছে কথার যুদ্ধ। হলুদ রঙের জার্সির সামনে আঁকা রয়েছে ইউক্রেনের মানচিত্র। সমস্যাটা বেঁধেছে এখানেই।

ইউক্রেনের জার্সিতে মানচিত্র থাকাটা মোটেই ভালো চোখে দেখছে না রাশিয়া। কারণ মানচিত্রটি আঁকা হয়েছে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলসহ। যেটা নিজেদের বলে দাবি করে রাশিয়া। এজন্যই ক্ষোভে ফেটে পড়েছে মস্কো সরকার। রাশিয়ান এক এমপি ইউক্রেনের জার্সির সমালোচনা করে বললেন, এটা ‘রাজনৈতিক উস্কানি’।

বিজ্ঞাপন
জার্সির পিছনের স্লোগান 'ইউক্রেনের গৌরব'

জার্সির পিছনে রয়েছে একটা স্লোগান। তাতে লেখা 'ইউক্রেনের গৌরব'। স্লোগান রয়েছে আরও একটি। জার্সির কলারের ভিতরের দিকে লেখা রয়েছে, 'বীরদের গৌরব'।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। এবং অঞ্চলটা নিজেদের দাবী করে। যদিও আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃতি পায়নি। 

জার্সির কলারের ভিতরের স্লোগান 'বীরদের গৌরব'

কিন্তু ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা জানিয়েছে, ‘নিয়ম মেনেই ইউক্রেনের জাতীয় দলের জার্সি ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য অনুমোদন দিয়েছে উয়েফা।’