সপ্তম শ্রেণীর ইংরেজি বই থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ২০২৫ এর নতুন কারিকলামে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত ৭ম শ্রেণীর নতুন বইয়ে রাখা হয়নি তাদের।
২০১৩ সালে প্রকাশিত নতুন কারিকুলামের বইয়ের সপ্তম অধ্যায়ে ৮ জন বিখ্যাত খেলোয়াড়ের ছবি ছিল। যেখানে ছিলেন সালাউদ্দিন ও সাকিব। সালাউদ্দিন ও সাকিবের পাশাপাশি সাবেক ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছবিও বাদ দেওয়া হয়েছে নতুন এ পাঠ্যবইয়ে।
বইয়ের পূর্ব সংস্করণে যে ৮ জনের ছবি ছিল তারা হলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে,আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা, বাংলাদেশি এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস, সাকিব, সালাউদ্দিন ও শচীন। বাকি ৫ জনের ছবির কোনো পরিবর্তন করা হয়নি।
সাকিব, সালাউদ্দিন ও শচীনের ছবির পরিবর্তে বর্তমান বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বাংলাদেশি কিংবদন্তি দাবা খেলোয়াড় রানী হামিদের ছবি যুক্ত করা হয়েছে।
সাকিব, সালাউদ্দিনের পরিচিতি ও পেশাদার ক্যারিয়ার নিয়ে যে বিস্তারিত আলোচনা ছিল তাও বাদ দেওয়া হয়েছে নতুন কারিকুলামে।
বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এবং বাফুফের চারবারের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে শেখ পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর সাকিব মাগুরা-১ আসন হতে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন।