ড্যানিশদের হতাশ করে ফাইনালে ইংল্যান্ড
অবশেষে ইংল্যান্ডের ৫৫ বছরের অপেক্ষার অবসান হলো। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে বিশ্বকাপ জয়ের পর পুরুষদের মেজর কোনো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নাম লিখল তারা।
আসরে চমক দেখানো ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ইউরো ২০২০ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কাটল ইংলিশরা।
লন্ডনের ওয়েম্বলিতে ৬৬ হাজার দর্শকের সামনে সেমি-ফাইনাল ম্যাচের ৩০তম মিনিটে মিকেল ড্যামসগার্ডের চোখ ধাঁধানো ফ্রি-কিকে লিড পায় ডেনমার্ক। ৯ মিনিট বাদে ডেনমার্ক ক্যাপ্টেন সাইমন কেজারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।
নির্ধারিত সময়ে খেলা থেকে যায় অমীমাংসিত। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। রাহিম স্টার্লিংকে জোয়াকিম মায়েহলে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। ডেনমার্ক এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে ভিএআর রিপ্লে দেখে সিদ্ধান্তটা বহাল রাখে।
তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি হ্যারি কেন। পেনাল্টি মিস করে বসেন তারকা এ ইংলিশ স্ট্রাইকার।ডেনমার্ক গোলকিপার ক্যাসপার স্মেইকেল রুখে দেন তার পেনাল্টি শট।
কিন্তু বল চলে আসে কেনের পায়ে। এবার আর কোনো ভুল করেননি। জালে বল জড়িয়ে প্রিয় জন্মভূমিকে জয় উপহার দেন এ তারকা ফরওয়ার্ড।
এতেই মেজর টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকারের গড়া ১০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন ইংল্যান্ড ক্যাপ্টেন কেন।