আবাহনীর সঙ্গে শেখ জামালের ড্র
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ২-২ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথমার্ধে শেখ জামালের হয়ে গোল করেন ওমর জোবে ও সলোমন কিং কানফর্ম।
বিরতির পর আবাহনীর জার্সি গায়ে গোল করেন সানডে চিজোবা ও কেরভেন্স ফিলন্স বেলফোর্ট।