রোমেরোদের বিরুদ্ধে তদন্ত শুরু ব্রাজিলিয়ান পুলিশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রিশ্চিয়ান রোমেরো

ক্রিশ্চিয়ান রোমেরো

প্রিমিয়ার লিগের নিষেধাজ্ঞা অমান্য করে জিওভানি লো সেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো ব্রাজিলে গিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে খেলতে। তবে ছাড় পাচ্ছেন না দুজন। এ অপরাধের শাস্তি পাচ্ছেন তারা। টটেনহ্যাম হটস্পারের কর্তৃপক্ষ জরিমানা করতে যাচ্ছে এই দুই আর্জেন্টাইন ফুটবলারকে।

তবে শাস্তি থেকে বেঁচে যাচ্ছেন অ্যাস্টন ভিলার দুই আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। কেননা ব্রাজিলের বিপক্ষে কাতার বিশ্বকাপের বাছাই পর্বের মহারণের ম্যাচে খেলতে আসার আগে ক্লাবের অনুমতি নিয়ে আসেন। 

বিজ্ঞাপন

মিথ্যা তথ্য দিয়ে ব্রাজিলের ইমিগ্রেশন পার হন আর্জেন্টিনার ওই চার ফুটবলার। ইংল্যান্ড থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনের শর্ত পূরণ করেননি তারা। এজন্য ব্রাজিলিয়ান পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আর কয়েক ঘণ্টা ব্রাজিলে থাকলে পুলিশের হাতে আটক হতেন রোমোরো-সেলসো-মার্তিনেজ-বুয়েন্দিয়া। তাদেরকে ছেড়ে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এই চার ফুটবলার এখন ১০ দিন কোয়ারেন্টিনে থাকবেন ক্রোয়েশিয়ায়। তারপরই যুক্তরাজ্যে ফিরবেন তারা নিজ নিজ ক্লাবে।

ব্রাজিলের তথ্য গোপন করার শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর জেল ও জরিমানা।

বিজ্ঞাপন