উদ্বোধনে রঙিন, কিন্তু মাঠের লড়াইয়ে বিবর্ণ মালদ্বীপ
সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন মানেই সাদামাটা আয়োজন। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান না করাই যেন দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এ ফুটবল টুর্নামেন্টের রীতি।
তবে প্রথমবারের মতো এককভাব টুর্নামেন্টের আয়োজন করে ফুটবল প্রেমীদের রীতিমতো চমকে দিয়েছে আয়োজক মালদ্বীপ। ছোট্ট ও সংক্ষিপ্ত বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিলো তারা ফুটবল অনুরাগীদের।
শুক্রবার, ১ অক্টোবর রাত দশটায় মালদ্বীপ-নেপালের মধ্যকার আসরের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর পনের মিনিট আগে সাত মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান নজর কাড়ল সবার।
মালদ্বীপের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা নাচ-গানে মুগ্ধ করল দর্শকদের। সঙ্গে ছিল চোখ ধাঁধানো আতশবাজী।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে। সাংস্কৃতিক কর্মীরা মনোমুগ্ধকর ডিসপ্লে উপহার দেন মালদ্বীপের ঐতিহ্যবাহী পোশাকে। মাঠের সেন্টারে সাফের পতাকা হাতে দাঁড়ান কর্মীরা। মাঠের সাইডলাইনে যেন জমেছিল কৃত্রিম মেঘ। তা থেকে খানিকটা বৃষ্টিও ঝরল।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে আয়োজকরা মালদ্বীপের আবহাওয়া, সংস্কৃতি, ভৌগোলিক সৌন্দর্য্য ফুটিয়ে তোলেন কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রঙিন মালদ্বীপ ধরা দিলেও মাঠের লড়াইয়ে তারা ছিল বড়ই বিবর্ণ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ও আয়োজক মালদ্বীপ আসর শুরু করেছে নেপালের কাছে ১-০ গোলের হার দিয়ে। অতিথি নেপালকে একমাত্র জয়সূচক গোলটি এনে দেন বদলি হিসেবে মাঠে নামা তরুণ ফরওয়ার্ড মানিশ দাগি।