পিএসজি’তে মেসির প্রথম হার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসি

লিওনেল মেসি

মাঠের লড়াইয়ে ছিলেন দলের সব তারকা ফুটবলার। আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, ফরাসি মেগাস্টার কাইলিয়ান এমবাপে। ছিলেন আর্জেন্টাইন প্লেমেকার অ্যাঞ্জেল ডি মারিয়াও। কিন্তু ফুটবল ময়দানে ঠিক তার কোনো প্রভাবই পড়ল না। 

ফরাসি লিগ ওয়ানে প্রতিপক্ষ রেঁনের মাঠ থেকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ২-০ গোলের হারের তেতো স্বাদ নিয়ে ফিরেছে কোচ মাউরিসিও পোচেত্তিনোর দল। বার্সেলোনা ছেড়ে প্যারিসে যাওয়ার পর এই প্রথম হারের স্বাদ পেলেন মেসি।

বিজ্ঞাপন

রেঁনের দুরন্ত পারফরম্যান্সের বিপরীতে বাজে খেলেছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি। মেসিদের পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে, লক্ষ্যে একটি শটও নিতে পারেনি পিএসজি।

চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে এই প্রথম হার মানল পিএসজি। আর গত এপ্রিলের পর লিগে এই প্রথম ধরাশায়ী হলো তারা।

বিজ্ঞাপন

আজ রোববার, ৩ অক্টোবর প্রথমার্ধের শেষ মিনিটে স্বাগতিক রেঁনেকে এগিয়ে দেন গায়েতান লাবোর্দে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই জয়ের ব্যবধান দ্বিগুণ করে ফেলেন প্লাভিয়েন টেইট।