রোনালদোর ১১২ নম্বর গোল
ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন অনেক আগেই। এবার নিজের রেকর্ডটা বাড়িয়ে নিলেন পর্তুগালের এ ফুটবল মহাতারকা। মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়ে পেলেন ১১২ নম্বর গোলের দেখা।
গত মাসে ইরানের স্ট্রাইকার আলী দায়ের ১০৯ গোলের রেকর্ড ভেঙে দেন ৩৬ বছরের রোনালদো।
রোনালদোর গোলে জিতল তার প্রিয় দল পর্তুগালও। ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতারকে হারিয়েছে ৩-০ গোলে।
এ নিয়ে জন্মভূমি পর্তুগালের হয়ে ১৮১তম ম্যাচ খেললেন সিআর সেভেন। এতেই সার্জিও রামোসকে টপকে সর্বাধিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা ইউরোপিয়ান ফুটবলার বনে গেলেন রোনালদো।
১৯৮৪ সালে অবসরে যাওয়া মালয়েশিয়ার সোহ চিন আন বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন ১৯৫ ম্যাচ খেলে।
এস্তাদিও আলগার্ভে শনিবার রাতে প্রীতি ম্যাচের প্রথমার্ধেই পর্তুগালকে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা ফরওয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পর্তুগালকে দ্বিতীয় গোল উপহার দেন হোসে ফোন্টে। শেষ মিনিটে জয়ের ব্যবধানটা বাড়ান আন্দ্রে সিলভা।
আরও গোলের সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু রোনালদোর বদলে অভিষেক ম্যাচ খেলতে নামা রাফায়েল লেও'র শট দুই দুইবার আঘাত করে গোলপোস্টে।