মেসির জোড়া গোলে পিএসজি’র জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসির গোলের উচ্ছ্বাস

লিওনেল মেসির গোলের উচ্ছ্বাস

প্রথমার্ধে এগিয়ে গিয়েও বিরতির পর পিছিয়ে পড়েছিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। পরে মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়ে জোড়া গোল এনে দেন লিওনেল মেসি। সুবাদে ঘুরে দাঁড়িয়ে পিএসজি চ্যাম্পিয়নস লিগে ধরাশায়ী করেছে আরবি লিপজিগকে।

কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের নবম মিনিটে স্বাগতিক পিএসজি’কে এগিয়ে দেন কাইলিয়ান এমবাপ্পে। পরে আন্দ্রে সিলভা ও নর্ডি মুকিয়েলের গোলে এগিয়ে যায় জার্মান জায়ান্ট ক্লাবটি।

বিজ্ঞাপন

মেসির শট প্রথমে বারে বাধা পেয়ে ফিরে আসে। ফাঁকা পোস্টে ফিরতি বল পেয়ে জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। পরে জয়সূচক গোল উপহার দেন পানেনকা পেনাল্টি থেকে।

ইনজুরি টাইমে আরও একটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। হ্যাটট্রিক পূরণের জন্য মেসি এগিয়ে যাননি। শট নেন এমবাপ্পে। কিন্তু বল চলে যায় বারের ওপর দিয়ে। 

বিজ্ঞাপন

পিএসজি’তে যোগ দেওয়ার পর এনিয়ে তিন গোল পেলেন মেসি। তিনটি গোলই এলো চ্যাম্পিয়নস লিগ থেকে। প্রথম গোলটি আসে ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে।

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সাবেক এ তারকার গোল এখন সব মিলিয়ে ১২৩। ইউরোপিয়ান ফুটবলের এ আসরে ৩৭তম প্রতিপক্ষ হিসেবে লিপজিগের বিপক্ষে গোল করলেন মেসি।

নেইমার, অ্যালেক্স ও জর্জ উইয়াহর পর চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে পিএসজি’র প্রথম দুই হোম ম্যাচে গোলের দেখা পেলেন মেসি।

ঘরের পার্ক দেস প্রিন্সেসে কোচ মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা তাদের সেরা খেলাটা উপহার দিতে পারেননি। লক্ষ্যে শট নিয়েছেন তারা মাত্র চারটি। যার তিনটি শটই নেন মেসি।