দোষটা আমার, শেষ বলে চার মারতে পারিনি: মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

জয়টা ছিল হাতের নাগালেই। শেষ ওভার মানে শেষ ছয় বলে দরকার ছিল ১৩ রান। ওভারের প্রথম পাঁচ বলে আসে ৯ রান। ফলে শেষ বলে দরকার পড়ে চার রানের।

কিন্তু স্ট্রাইকিংয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে বলে ব্যাট লাগানোর কোনো সুযোগই দেননি আন্দ্রে রাসেল। তাই শেষ বলে রানও আসেনি। জয়ও আসেনি।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ তিন রানের হারের জন্য নিজেকেই দায়ী করেন, 'চিন্তা করছিলাম যে, যদি একটু জায়গা করি বা ও যদি (লেংথ) মিস করে, তাহলে মিড-অফের ওপর দিয়ে মারতে পারি। বা যদি ও মিস করে (লেংথ), তাহলে কাভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়েও (চার) মারতে পারি। এটা আমার দোষ, আমি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি ওই শেষ বলটায়।'

টাইগার অধিনায়ক বুঝতে পেরেছিলেন আন্দ্রে রাসেল কি ধরনের বল করবে। বুঝতে পেরেও সঠিকভাবে মোকাবেলা করতে পারেননি বলটি। নিজের সেই ব্যর্থতার কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'শেষ বলটা আমি জানতাম যে, রাসেল ব্লক হোলে করবে। কারণ, লেগ সাইডে যেহেতু (সীমানায়) চারটা ফিল্ডার ছিল। আগের দুইটা বলও ভালো ইয়র্কার করেছিল, সেগুলো আমি তুলতে পারিনি।'